জোটন চন্দ্র ঘোষ, হালুয়াঘাট : হালুয়াঘাট পৌরসভার সার্বিক উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে রাতদিন কাজ করে যাচ্ছেন নবনির্বাচিত পৌর পিতা খায়রুল আলম ভুঞা। দাফতরিক কাজে গতিশীলতা আনতে পৌর কর্মকর্তা কর্মচারীদের নিয়ে মতবিনিময়সহ সার্বক্ষণিক মনিটরিং এর মাধ্যমে নিশ্চিত করছেন নাগরিক সুবিধা। 

পৌর শহরের অবহেলিত রাস্তাঘাট,ড্রেনেজ ব্যবস্থা ও ল্যামপোস্ট নির্মাণ করে নাগরিক জীবনে স্বাচ্ছন্দ্য আনতে চালিয়ে যাচ্ছেন জোর প্রচেষ্টা। যার ফলে রাতদিন পৌরসভার উন্নয়নে কাজ করে যাচ্ছেন তিনি। পৌরসভায় ১৪ হাজার ৪ শত ২৭ জন ভোটার থাকলেও জনসংখ্যা রয়েছে ৩৫ হাজার।

জানা যায়, বিগত ২০১৪ সনের ৩ সেপ্টেম্বার তৎকালীন প্রয়াত সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এ্যাডভোকেট প্রমোদ মানকিন এমপি আনন্দ শোভাযাত্রার মাধ্যমে হালুয়াঘাট পৌরসভার উদ্ভোধন করেন। উদ্বোধনের প্রায় চার বছর পর নিরপেক্ষ অবাদ সুষ্ঠ ও শান্তিপূর্ণ্য উৎসব মুখর পরিবেশে গত ২৯ মার্চ কোন প্রকার অপৃতিকর ঘটনা ছাড়াই হালুয়াঘাট পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল আলম ভুঞা প্রথম পৌর পিতা হিসেবে ৩৮৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়। নির্বাচনে ৭ হাজার ২ শত ২৭ জন পুরুষ ও ৭ হাজার ২ শত নারী ভোটার সহ সর্বমোট ১৪ হাজার ৪ শত ২৭ জন ভোটার ৯টি কেন্দ্রে ৪৮টি ভোট কক্ষের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করেন।

তার ধারাবাহিকতায় গত ৮মে হালুয়াঘাট পৌরসভা নির্বাচনে নবনির্বাচিত পৌর পিতা সহ বিজয়ী প্রার্থীদের নিজ কার্যালয়ে শপথ বাক্যপাঠ করান ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন। আনুষ্ঠানিক ভাবে দ্বায়িত্ব ভার গ্রহণের পর পৌরসভার সার্বিক উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে গত ১৬ জুলাই হালুয়াঘাট পৌরসভার ২০১৮-১৯ অর্থ বছরের প্রস্তাবিত ১৩ কোটি ২৭ লক্ষ ৪৯ হাজার ৬৮০ টাকার আনুষ্ঠানিক প্রথম বাজেট ঘোষণা করেন তিনি।

গত ১৪ জুলাই সনাতন যুব সংঘের” উদ্যেগে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠানটি সনাতন ধর্মালম্বী নেতৃবৃন্ধরা রাস্তাঘাটের বেহাল দশার কারণে বন্ধ করার উপক্রম হয়ে ছিল । ঠিক সেই সময় অনুষ্ঠানটির বিষয়ে পৌর মেয়র অবগত হওয়ার পর সুষ্ঠ ভাবে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠানটি সম্পন্ন করার লক্ষ্যে অনুষ্ঠানের প্রায় ৭দিন পূর্ব থেকে রাতদিন কাজ করে যাতায়তের অযোগ্য রাস্তা গুলির সংস্কার করে নির্বিগ্নে রথযাত্রা অনুষ্ঠানটি সম্পন্ন করার জন্য নিরলস ভাবে কাজ করেছেন। যার ফলে সনাতন ধর্মালম্বী নেতৃবৃন্ধসহ সাধারণ জনগন পৌর পিতার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান আসন্ন শারদীয় দূর্গোৎসব নির্বিগ্নে পালন করার জন্য আবারও রাতদিন রাস্তাঘাটের সংস্কার কাজ করে যাচ্ছেন। গত ১৩ অক্টোবর মধ্যরাত পর্যন্ত শ্রী শ্রী গৌড় নিতাই ভজন কুটির মন্দিরের প্রধান রাস্তার সংস্কার কাজ করেন।

আধুনিক ও ডিজিটাল পৌরসভা হিসেবে হালুয়াঘাট পৌরসভ কে গঠন করার লক্ষ্যে পরিচ্ছন্ন বাজার, ড্রেনেজ ব্যবস্থা ও রাস্তঘাটসহ মানুষের আস্থার কেন্দ্র বিন্দুতে পরিণত করে তোলেছেন পৌরসাভাকে। বর্তমানে পৌর নাগরিকের নিকট আস্থার প্রতীক হিসেবে সুপরিচিত হয়েছেন পৌর পিতা খায়রুল আলম ভুঞা।

(জেসিজি/এসপি/অক্টোবর ১৩, ২০১৮)