গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : ‘কমাতে হলে সম্পদের ক্ষতি, বাড়াতে হবে দুর্যোগের পূর্ব প্রস্তুতি’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে শনিবার সকাল ১০টায় দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।

র‌্যালিটি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে এক সভায় মিলিত হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকমর্তা (পিআইও) তপন কুমার ঘোষ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মো. রফিকুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হোসেন, উপসহকারী প্রকৌশলী (পিআইও অফিস) মো. রেজাউল হক প্রমুখ।

এদিকে গলাচিপায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও উপকূলীয় শহর পরিবেশগত অবকাঠামো (সিটিইআইপি) এর উদ্যোগে এবং গলাচিপা পৌরসভার আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে শনিবার সকাল ১০টায় অপর আরেকটি বর্ণঢ্য র‌্যালির অনুষ্ঠিত হয়।

র‌্যালিটি পৌর চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর মিলনায়তনে এক সভায় মিলিত হয়। সভায় সভাপতিত্ব করেন গলাচিপা পৌর প্যানেল মেয়র ও পৌরসভার দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি আঞ্জুমান আরা বেগম, অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন, পৌরসচিব মো. সাইফুর রহমান খান, ওয়ার্ড কাউন্সিলর গোলাম সরোয়ার আখি প্রমুখ।

(এসডি/এসপি/অক্টোবর ১৩, ২০১৮)