কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদায় ও গুরুত্ব সহকারে নেত্রকোনার কেন্দুয়ায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে উপজেলা সদরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।

শোভাযাত্রায় নেতৃত্ব দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: দেলোয়ার হোসেন ভূঞা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা: শিরিন সুলতানা। শোভাযাত্রা শেষে জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় খেলারমাঠে মহড়াপূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: সাইফুল ইসলাম। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা: শিরিন সুলতানা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: মোতাহার হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম রব্বানী, কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা।

কেন্দুয়া উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক আশরাফ উদ্দিন ভূঞার পরিচালনায় আরো বক্তব্য রাখেন কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস চৌধুরী, উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দুয়া শাখার সম্পাদক সাংবাদিক মো: মহিউদ্দিন সরকার ও কেন্দুয়া প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক রাখাল বিশ্বাস।

পরে মহড়া অনুষ্ঠানে ভূমিকম্পনের ফলে আহত ব্যক্তিদের কিভাবে উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয় তা বাস্তব ভিত্তিক দেখানো হয় এবং অগ্নিকান্ড সংঘটিত হলে কিভাবে নিয়ন্ত্রনে আনা যায় তারও বাস্তবায়নে মহড়া অনুষ্ঠিত হয়। ফায়ার সার্ভিস কেন্দুয়া ষ্টেশনের লোকজন এ মহড়া কার্যক্রম পরিচালনা করে। মহড়া অনুষ্ঠানে শত শত স্কুল কলেজের ছাত্র-ছাত্রী ও সুধি সমাজের লোকজন এ মহড়া অনুষ্ঠান প্রত্যক্ষ করেন।

(এসবি/এসপি/অক্টোবর ১৩, ২০১৮)