টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে অপহরণ পূর্বক ধর্ষণ মামলার চার্জশিট ভূক্ত আসামী মাকসুদুর রহমান মিল্টন সিদ্দিকীকে কালিহাতী উপজেলার আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক নির্বাচিত করায় স্থানীয় আওয়ামীলীগের মধ্যে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

জানা যায়, নাগবাড়ী ইউপি চেয়ারম্যান মিল্টন সিদ্দিকীর বিরুদ্ধে গত বছরের মার্চ মাসে এক গৃহবধূকে অপহরণ পূর্বক এলেঙ্গা রিসোর্টে ধর্ষনের অভিযোগ ওঠে। পরে দীর্ঘ পুলিশি তদন্তে ঘটনার সত্যতা মিলে। ওই ঘটনায় তাকে অভিযুক্ত করে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘদিন হাজতবাসের পর কয়েক মাস পূর্বে তিনি জামিনে মুক্ত হন। এসময় উপজেলা আওয়ামীলীগ নেতাদের অর্থের বিনিময়ে ম্যানেজ করে শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক পদটি বাগিয়ে নেয়। এ কারণে স্থানীয় ত্যাগী নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হলে তারা ওই পদ থেকে তাকে অপসারনের দাবিতে জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুকের নিকট আবেদন ১০/১০/১৮ ইং তারিখে দাখিল করেন।

এ বিষয়ে নাগবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলাউদ্দিন বলেন, গৃহবধূ ধর্ষক মিল্টন সিদ্দিকীর মত একজন ঘৃনিত অপরাধীকে উপজেলা আওয়ামীলীগের স্থান দেওয়ায় আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এতে করে দলের গ্রহণযোগ্যতা ও ভাবমূর্তি ক্ষুন্ন হবে বলে আমার বিশ্বাস।

(আরকেপি/এসপি/অক্টোবর ১৪, ২০১৮)