চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে সাবেক এক ইউপি সদস্যের বাড়ি থেকে ২৭ কেজি ইলিশ মাছ জব্দ করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট। শনিবার বিকেলে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের মির্জাপুর গ্রাম থেকে ইলিশ মাছ জব্দ এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

জানা গেছে, মির্জাপুর গ্রামের সাবেক ইউপি সদস্য মো. রুহুল আমিন ইলিশ মাছ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সরকার অসীম কুমার তার বাড়িতে অভিযান চালান। এ সময় তার বাড়ি থেকে ২৭ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

পরে রুহুল আমিনকে ৫ হাজার এবং মানিকগঞ্জ জেলার মাছ বিক্রেতা সোনা মিয়া গংকে ৫ হাজার করে মোট দশ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জব্দকৃত মাছগুলো স্থানীয় তিনটি এতিমখানায় বিতরণ করা হয়। উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মাহবুবুর রহমান ও থানা পুলিশের সদস্যরা ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন।

(এসএইচএম/এসপি/অক্টোবর ১৪, ২০১৮)