জামালপুর প্রতিনিধি : কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালা ২০১৭ অনুযায়ী বিএডিসিতে কর্মরত শ্রমিকদের নিয়মিতকরণ, প্রস্তাবিত দৈনিক মজুরী নিয়মিত শ্রমিকদের ৮ শ টাকা এবং অনিয়মিত শ্রমিকদের ৭ শ ৫০ টাকা বৃদ্ধি ও কৃষি শ্রমিকদের নববর্ষ ভাতা প্রদান এবং ব্যাংকের মাধ্যমে বেতন দেয়ার দাবিতে গতকাল রোববার জামালপুরে মানববন্ধন করেছে জেলা কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশন ।

সকাল ১১ টায় জামালপুর কৃষি গবেষনা কেন্দ্রের সামনে ঘন্টাব্যাপী মানবন্ধনে বক্তব্য রাখেন কৃষি ফার্ম শ্রমিক লীগের কেন্দ্রীয় সদস্য ও কৃষি ফার্ম শ্রমিক লীগের সভাপতি মো: আ: রউফ, শ্রমিক সমিতি আর এ এস আর সভাপতি মো: ফেরদৌস, সাধারণ সম্পাদক মো: আনোয়ার এবং বি আর ডি বি কর্মচারী সংসদের সাধারণ সম্পাদক মোবারক হোসেন । মানববন্ধনে বক্তারা বলেন, কৃষি ফার্ম শ্রমিক এবং বি আর ডি বি কর্মচারীদের দাবি দ্রুত বাস্তবায়ন করা না হলে নভেম্বর থেকে লাগাতার ধর্মঘট শুরু করা হবে।

(আরআর/এসপি/অক্টোবর ১৪, ২০১৮)