মংলা প্রতিনিধি : শর্তভঙ্গ করে মংলা বন্দর দিয়ে গাড়ি আমদানি, বাণিজ্য মন্ত্রনালয় থেকে গাড়ি ছাড়করণের অনুমতি পত্র না পাওয়াসহ গাড়ির মূল্য পরিবর্তনের কারণে আমদানিকারক প্রতিষ্ঠানগুলো তাদের গাড়ি ছাড়িয়ে নিতে না পারায় সেসকল গাড়ি নিলামে বিক্রির উদ্যোগ নিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।

মংলা বন্দর দিয়ে আমদানির শুরু থেকে চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত বিভিন্ন কারণে যে সকল গাড়ি ছাড়িয়ে নেওয়া সম্ভব হয়নি এমন ২ হাজার ১’শ ৩৬টি রিকন্ডিশন গাড়ি আগামি ২৩ জুলাই নিলামের মাধ্যমে বিক্রি করবে মংলা কাস্টমস হাউস। গাড়িগুলো নিলামের ক্যাটালগ তৈরিসহ সকল প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে, পত্র-পত্রিকায় দেয়া হয়েছে বিজ্ঞাপন এমনটাই জানান মংলা কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার মো. সফিউজ্জামান।

তিনি আরো বলেন, আমদানি শর্ত ভঙ্গ করে এ পর্যন্ত মংলা বন্দর দিয়ে ২’শ ৯৬টি গাড়ি আনা হয়েছে, যা সম্পূর্ণ বেআইনি। এছাড়া আমদানিকৃত গাড়ির দাম পরিবর্তন হওয়াতে আমদানিকারকেরা তাদের গাড়ি ছাড় না করায় নিলামে বিক্রির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিলামে গাড়ি বিক্রির অর্থ সরকারের রাজস্ব খাতে জমা হবে।

এদিকে গাড়ি আমদানিকারক সিনওয়া অটোমোবাইলস’র মালিক ক্যাপ্টেন মো. রফিক বলেন, আমদানিকৃত গাড়ির উপর সরকার বাজেটসহ বিভিন্ন সময় কামস্টম শুল্ক পরিবর্তন করায় আমদানিকৃত গাড়ির দাম বৃদ্ধি ও নতুন-পুরাতন গাড়ির জন্য একই ডিউটি ধার্য করায় দামের বৈষম্যের কারণে গাড়ি বিক্রি করতে না পারায় তা ছাড় করাতেও পারছে না আমদানিকারকেরা। ফলে আমদানিকারক আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছে।

ক্যাপ্টেন রফিক আরো বলেন, আমদানি নীতিতে ৫ বছরের অধিক পুরাতন গাড়ি ছাড়করণের ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রানালয়ের অনুমোদন দেয়ার বিধান থাকলেও গত আড়াই বছর ধরে সে প্রক্রিয়া বন্ধ থাকায় বর্তমানে মংলা বন্দরে গাড়ির জট বেড়েছে। তবে তিনি হতাশা প্রকাশ করে বলেন, একসঙ্গে এতগুলো গাড়ি নিলামে বিক্রি করলে মংলা বন্দরের ভাবমূর্তি ক্ষুন্ন হবে।

(এএইচ/জেএ/জুলাই ১৭, ২০১৪)