বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের রামপাল উপজেলা প্রকৌশলী মো. নুরুজ্জামানকে ঘুষের টাকাসহ হাতেনাতে আটক করা হয়েছে। খুলনা দুনীতি দমন কমিশনের কর্মকর্তারা বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রকৌশলীর কার্যালয় থেকে ঘুষের ২০ হাজার টাকাসহ তাকে আটক করে।

খুলনা দুনীতি দমন কমিশনের (দুদক) পরিচালক একে এম জাহেদ হোসেন খান জানান, রেইনবো ইন্টারন্যাশনাল নামে এক ঠিকাদারী প্রতিষ্ঠানের কাছ থেকে নিজ কার্যালয়ে বসে ঘুষ গ্রহণের সময় এলজিইডির রামপাল উপজেলা প্রকৌশলী মো. নুরুজ্জামানকে হাতে নাতে আটক করা হয়। এসময় তার কাছে থেকে ঘুষ নেওয়া ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। তাকে আটক করার পর রামপাল থানায় সোপর্দ করা হয়।
পরিচালক একে এম জাহেদ হোসেন খান আরো জানান, ঠিকাদারী প্রতিষ্ঠান রেইনবো ইন্টারন্যাশনালের সত্ত্বাধিকারী শেখ গোলাম আযম লিখিতভাবে দুদকের কাছে অভিযোগ করেন যে, তার প্রতিষ্ঠানের মাধ্যমে রামপালে এলজিইডির উন্নয়নমুলক কাজ করে। ওই কাজ করার জন্য তাঁর দুই লাখ ৫০ হাজার টাকা সিকিউরিটি জমা ছিল। কাজ শেষে ওই সিকিউরিটির টাকা উত্তোলনের জন্য এলজিইডির রামপাল উপজেলা প্রকৌশলী তাঁর কাছে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। বৃহস্পতিবার তিনি উপজেলা প্রকৌশলী নুরুজ্জামানের কার্যালয়ে গিয়ে ঘুষ বাবদ ২০ হাজার টাকা পরিশোধ করেন।

এসময় দুদকের কমকর্মকর্তারা অভিযান চালিয়ে ঘুষের টাকাসহ হাতে নাতে ওই উপজেলা প্রকৌশলীকে আটক করে। এ ঘটনায় খুলনা দুদকের উপ-সহকরী পরিচালক এস এম শামীম ইকবাল বাদি হয়ে রামপাল থানায় একটি মামলা দায়ের করেছেন। দুদক কর্মকর্তারা ওই মামলা তদন্ত করছেন।

(একে/জেএ/জুলাই ১৭, ২০১৪)