সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের মজলিশপুর গ্রামের ঐতিহ্যবাহী মিল্কী পরিবারের সন্তান সাহাবুদ্দিন মিল্কীর ব্যক্তিগত তহবিল থেকে গৃহনির্মাণ সামগ্রী পেয়ে ১১ পরিবারের মুখে হাসি ফুটেছে। 

সোমবার দরিদ্র পরিবারের সদস্যরা জানান তাদের বসবাস করার মতো উপযুক্ত কোন ঘর ছিলনা। কিন্তু সাহাবুদ্দিন মিল্কীর মাধ্যমে তারা গৃহনির্মাণ সামগ্রী পেয়েছে। এর মধ্যে যারা রয়েছেন, পেচুন্দরী গ্রামের জামিলা, খলাপাড়া গ্রামের কাজলা, বানিপুর গ্রামের অজিফা, পাড়াতলী গ্রামের আনোয়ারা, সোহাগপুর গ্রামের শাপলা, মজলিশপুর গ্রামের রেহানা, সোহাগপুর গ্রামের আব্দুল খালেক, কাশিপুর গ্রামের আজরা বিবি, হারুলিয়া গ্রামের সুবর্ণা, খালিজুড়া গ্রামের লতিফা ও সাজিউড়া গ্রামের দিপা এসব গৃহনির্মাণ সামগ্রী পেয়েছেন।

পাইকুড়া ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মোশারফ হোসেন জানান, সাহাবুদ্দিন মিল্কি অসহায় দুস্থ মানুষের কল্যাণে এসব গৃহনির্মান সামগ্রী দিচ্ছেন। তিনি জানান, এ পর্যন্ত ১ হাজারেরও বেশি অসহায় গরিব মানুষকে গৃহনির্মাণ সামগ্রী দিয়েছেন তিনি।

(এসবি/এসপি/অক্টোবর ১৫, ২০১৮)