আমি বারোমাস তোমায় ভালোবাসি, বাচ্চু ভাই!


হেমন্তের রৌদ্রোজ্জ্বল স্নিগ্ধ সকাল –

মনে হলো আঁধারে ঢেকে গেলো একটি নক্ষত্র পতনের খবরে ।

মনে পড়লো সবুজ ঘাসের ডগায় মুক্তোর মত রূপালী শিশিরও উবে যায় - সময় ফুরিয়ে গেলে ।

এ নিয়ম কেউ ভাঙতে পারেনা ঠিকই-

তবে দু:খবোধ জমা থাকে স্থায়ী রূপে ।

কান্নায় শুরু যে জীবনের । তা অন্যের কান্নায় শেষ করতে কজনে পারে ?

সফলতা এখানে তোমার।

তোমার প্রয়াণে- ঠিকই মনের আকাশে মেঘ জমে গেলো,

হৃদয়ে কান্নার জলধারা বহতা খরস্রোতা নদী ।

হয়তো যতদিন বেঁচে থাকবো - ততোদিন অনুভব করবো তোমার রূপালী গিটারের সুর ।

ভারাট কন্ঠে প্রেম -বিরহ - মানবিক এবং দেশের গান শুনবো । শুধু তুমি থাকবে বহুদূর !

হে ব্যান্ড গুরু, অসম্ভব রকম বেশি ভালো থেকো স্বর্গীয় ভালোবাসার জগতে ।

কথা দিলাম: ঐ নীল আকাশে মিটিমিটি চিরদিন-

আমি তারা গুনবো তোমার নামে!

আমি বারোমাস তোমায় ভালোবাসি, বাচ্চু ভাই !