আমতলী (বরগুনা) প্রতিনিধি : আমতলী উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আনোয়ার হোসেন ফকিরের বাড়িতে মঙ্গলবার গভীর রাতে এক ডাকাতি সংঘঠিত হয়।

৭-৮ জনের একদল মুখোশধারী ডাকাত দল ঘরের পিছনের টিনের চালা খুলে ভিতরে প্রবেশ করে দেশীয় অস্ত্রের মুখে গৃহকর্তা আনোয়ার হোসেন ফকিরের হাত পা বেঁধে এবং তার স্ত্রী আলহাজ্ব কহিনুর বেগমকে জিম্মি করে ঘরের ট্রাঙ্ক এবং আলমিরা ভেঙ্গে নগদ ৩ লক্ষ টাকা এবং ২৫ হাজার টাকা মূল্যের কানের দুল ও ৭০ হাজার টাকা মূল্যের ৩টি মোবাইল ফোন এবং আমতলী সোনালী ব্যাংকে মুক্তিযোদ্ধা ১৩০৪০০৭৩২ নম্বর হিসাব এর চেক বইয়ের ২৩৩৯০৮৩ নম্বরের একটি পাতাও নিয়ে যায়। ডাকাত দল চলে যাওয়ার পর গৃহকর্তা আনোয়ার হোসেনের ডাক চিৎকার শুনে স্থানীয়রা এসে তাদের মুক্ত করেন।

আনোয়ার হোসেন ফকির জানান, মঙ্গলবার রাত আনুমানিক পৌনে দুইটার দিকে ৭-৮ জনের মুখোশধারী একদল ডাকাত ঘরে প্রবেশ করে দেশীয় অস্ত্রের আমার মুখ এবং হাত পা বেঁধে এবং আমার স্ত্রী কহিনুর বেগমকে জিম্মি করে নগদ ৩ লক্ষ টাকা, ২৫ হাজার টাকা মূল্যের স্বর্নের দুল ও ৭০ হাজার টাকা মূল্যের ৩টি মেবাইল ফোন নিয়ে যায়।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আলাউদ্দিন মিলন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে তা উৎঘাটনের চেষ্টা চলছে।

(এন/এসপি/অক্টোবর ২৪, ২০১৮)