সুজানগর (পাবনা) প্রতিনিধি : পাবনার সুজানগর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় জাতীয়করণে সরকারের নিকট স্থাবর-অস্থাবর সম্পত্তি হস্তান্তর করা হয়েছে। বুধবার সকালে সুজানগর সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে প্রধান শিক্ষক আমজাদ হোসেন সাব-রেজিস্ট্রার অনিমেশ কুমার পালের মাধ্যমে বিদ্যালয় জাতীয়করণের গঠনতন্ত্র অনুযায়ী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষামন্ত্রনালয়ের সচিব কে বিদ্যালয়ের ৩১০ শতাংশ জমিসহ স্থাবর-অস্থাবর সম্পত্তি হস্তান্তর করছেন। 

এসময় উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহিন, সদস্য অবসর প্রাপ্ত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সামাদ মাস্টার, আলহাজ্ব আব্দুল জব্বার মাস্টার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল জলিল বিশ্বাস, কোষাধ্যক্ষ সম্পাদক শ্রী সুবোধ কুমার নটো, মহরীবার সমিতির সভাপতি আলহাজ্ব ইসমাইল হোসেন, মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফাজ্জল হোসেন তোফা, সুলতান প্রাং, আ’লীগ নেতা বকুল খান, প্রফেসর শাজাহান আলী, আসলাম হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য অবপ্রাপ্ত শিক্ষা অফিসার এসকেন্দার আলী প্রামানিক, মুশফিকুর রহমান, বাবুল আক্তার, শফিকুল ইসলাম বাবু খান, রেজাউল করিম, রোকসানা আক্তার, রোকসানা পারভীন, হেলাল উদ্দিন, সিদ্দিকুর রহমান, সহকারী শিক্ষক দিলিপ কুমার বিশ্বাস, লিয়াকত হাসান লিটন, কাজেম উদ্দিন, মনোয়ারুল ইসলাম, আব্দুল মতিন, শামসুজ্জোহা বুলবুল, মনসুর আলী, পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি মাহমুদুজ্জামান মানিক, সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, প্রেসক্লাবের সম্পাদক এম মনিরুজ্জামান, পৌর ছাত্রলীগের সভাপতি এস এম সোহাগ হোসেন সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারী বৃন্দ।

(এস/এসপি/অক্টোবর ২৪, ২০১৮)