আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : আগৈলঝাড়ায় মা-বাবাকে গালি দেয়ায় প্রতিপক্ষের উপর হামলা ও প্রতিপক্ষের পাল্টা হামলায় আহত দুই জনকেই হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী জানায়, উপজেলার ফুল্লশ্রী গ্রামের মৃত আইয়ুব আলী পাইকের ছেলে রাসেল পাইক ওরফে সোমেদ (২৮)এর উপর বুধবার সকালে উপজেলা সদর বাজারে প্রকাশ্যে হামলা চালায় উপজেলা সদরের বাসিন্দা আব্দুর রইচ সেরনিবাতের ছেলে পিয়াল সেরনিয়াবাত। হামলায় রক্তাক্ত জখম হয় রাসেল। এসময় প্রতিপক্ষ রাসেলের হামলায় আহত হয় পিয়াল।

ঘটনার পরপরই আহত রাসেলের ভাই ব্যবসায়ি জুয়েল পাইক মোটরসাইকেলে শোডাউন করে।
আহতাবস্থায় স্থানীয়রা রাসেলকে উদ্ধার প্রথমে উপজেলা হাসপাতালে নিলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেছে। অপরদিকে আহত পিয়ালকে উপজেলা হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

রাসেলের উপর হামলার কারণ সম্পর্কে আহত পিয়াল জানায়, খুব সকালে সে পেট্রোল পাম্পে মোটরসাইকেলে তেল ভরতে যাবার সময় টি এ্যান্ড টি রোড়ের মোড়ে বসে রাসেল তার মা-বাবাকে অশ্লীল ভাষায় গালি গালাজ করে। বাজারে বসে ওই গালিগালাজের কারণ রাসেলকে জিজ্ঞেস করলে সে উত্তেজিত হওয়ায় তাকে ঘুষি মারা হয়েছে। রাসেলও আমাকে মারধর করে জখম করেছে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন হামলার সত্যতা স্বীকার করে বলেন, তারা থানায় কেউ অভিযোগ দায়ের করেনি। হামলার ব্যাপারে উভয়ের মধ্যে আভ্যন্তরীণ দ্বন্দ থাকতে পারে। অভিযোগ দায়ের করলে আইনগত ব্যবস্থা নেবেন বলেও জানান ওসি।

(টিবি/এসপি/অক্টোবর ২৪, ২০১৮)