স্টাফ রিপোর্টার : সরকারের সময় আর বেশি দিন নেই মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘শেখ হাসিনা বলেছেন আমরা নাকি ছাল-বাকল দিয়ে জাতীয় ঐক্য করেছি৷ আমি তাকে বলতে চাই, সময় আর বেশি নেই। নভেম্বরের আগেই পদত্যগ করুন। নইলে কার ছাল-বাকল থাকে না সেটা সপ্তাহ খানেক পরে বুঝতে পারবেন।’

বুধবার বিকালে সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভায় একথা বলেন বিএনপিনেতা। দুপুর দুইটায় জেলার রেজিস্ট্রারি মাঠে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে জনসভাটি শুরু হয়। এতে শুভেচ্ছা বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবু তাহের চৌধুরী।

জনসভায় গণফোরাম সভাপতি কামাল হোসেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, মওদুদু আহমদ, খন্দকার মোশারফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্যে কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, ঐক্যফ্রন্টের নেতা সুলতান মনসুর প্রমুখ উপস্থিত আছেন।

খালেদা জিয়াকে সারা বিশ্বের নেত্রী দাবি করে দুদু বলেন, ‘তাকে (খালেদা) সাত-আট মাস যাবৎ কারাগারে রাখা হয়েছে। তিনি যে জেলে আছেন সেখান থেকে বের হয়ে এলে ওই জেলে কে যাবে তা কী আপনি (প্রধানমন্ত্রী) জানেন।’

নির্বাচনের আগে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা নির্বাচনে যাব। তার আগে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। আপনি যদি যাওয়ার রাস্তা না পান, তবে জাতীয় ঐক্য দেখিয়ে দেবে।’

গত ১৩ অক্টোবর ড. কামাল হোসেন, বিএনপি, নাগরিক ঐক্য এবং জেএসডিকে নিয়ে গঠিত ঐক্যফ্রন্ট গঠিত হয়। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, তফসিলের আগে সংসদ ভেঙে দেওয়া, নির্বাচন কমিশন পুনর্গঠন, নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন, খলেদা জিয়াসহ সকল রাজবন্দির মুক্তিসহ বিভিন্ন দাবিতে সিলেটে প্রথম জনসভার আয়োজন করে জাতীয় ঐক্যফ্রন্ট

(ওএস/এসপি/অক্টোবর ২৪, ২০১৮)