কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে ৮টি সৌর সেচ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে অডিটরিয়ামে কেএইচএম পাওয়ার লিমিডেটের উদ্যোগে এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানী লিমিডেট (ইডকল) এর সহযোগিতায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

কেএইচএম পাওয়ার লিমিডেটের প্রজেক্ট ম্যানেজার পিনাকী সেন গুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জামাল আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা রমেশ চন্দ্র ঘোষ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাবিহা সুলতানা, ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আব্দুস সালাম, সিনিয়র সাংবাদিক শামসুল আলম স্বপন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, ইডকল’র ডিভিশনাল ম্যানেজার মহিউদ্দিন, রিজিওনাল ম্যানেজার তাপস সরকার, আরডিএফ’র ডেপুটি চীফ কো-অডিনেটর হাবিবুর রহমান, কেএইচএম পাওয়ার লিমিডেটের এরিয়া ম্যানেজার শাহ আলম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন কেএইচএম পাওয়ার লিমিডেটের প্রকল্প কর্মকর্তা শাহিনুর রহমান। পরে অতিথিবৃন্দ ফুলবাড়ীয়া ইউনিয়নের কচুয়াদহ মাঠে অনুষ্ঠানিকভাবে এ সেচ প্রকল্পের উদ্বোধন করেন।

(কেকে/এসপি/অক্টোবর ২৪, ২০১৮)