স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের পেস অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। ২০০৪ সালে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয়েছিল তার। ক্যারিবীয়দের হয়ে ৪০টি টেস্ট, ১৬৪টি ওয়ানডে আর ৬৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ব্রাভো।

৩৫ বছর বয়সী ব্রাভো অবসরের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘আজ (বৃহস্পতিবার) ক্রিকেট বিশ্বকে জানাতে চাই, আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট থেকে বিদায় নিচ্ছি আমি।’ ব্রাভো আরও জানান, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে তরুণ আর উদীয়মানদের সুযোগ করে দিতেই তার অবসরের সিদ্ধান্ত।

২০০৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্ট দিয়ে ক্রিকেট দুনিয়ায় পদার্পণ ব্রাভোর। ওই বছরই ঘরের মাঠে ইংলিশদের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয় তার, দুই বছর বাদে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলে ফেলেন টি-টোয়েন্টিও। ১৪ বছরের ক্যারিয়ারে খুব বেশি টেস্ট খেলার খেলেননি ব্রাভোর। ২০১৫ সালে তিনি এই ফরম্যাটকে বিদায় জানান। এর আগে ৪০ টেস্টে ৩১.৪২ গড়ে ব্রাভো করেছেন ২ হাজার ২০০ রান। পাশাপাশি বল হাতে নিয়েছেন ৮৬টি উইকেট। ১৬৪ ওয়ানডেতে নামের পাশে যোগ করেছেন ২ হাজার ৯৬৮ রান আর ১৯৯ উইকেট । তবে টি-টোয়েন্টি ক্রিকেটার হিসেবেই তিনি বেশি খ্যাতি পেয়েছেন। এই ফরম্যাটে ১ হাজার ১৪২ রান এবং ৫২ উইকেট আছে তার। ২০১২ এবং ২০১৬ সালে ক্যারিবীয়দের টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এই অলরাউন্ডার।

(ওএস/অ/অক্টোবর ২৫, ২০১৮)