ঢাবি প্রতিনিধি : ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। বৃহস্পতিবার বিকেলে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ নিন্দা প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত কয়েকদিন ধরেই ফিলিস্তিনের গাজাসহ অন্যান্য অঞ্চলে ইসরায়েলি বাহিনীর সামরিক আগ্রাসনে নিরীহ বেসামরিক জনমানুষের জীবন-মালের ব্যাপক ক্ষয়-ক্ষতি হচ্ছে। আকাশপথ ও স্থলপথে একের পর এক ভয়াবহ সামরিক হামলায় সেখানে গণহত্যা চালানো হচ্ছে। ইসরায়েলের নিষ্ঠুর আক্রমণের শিকার হচ্ছে ফিলিস্তিনের বেসামরিক লোকজন। রেহাই পাচ্ছে না কোনো নারী ও শিশু। নির্বিচারে চালানো এই গণহত্যায় বিশ্ববিবেক হতবাক, ক্ষুব্ধ ও ক্ষতবিক্ষত।

ভৌগোলিক অবস্থানগত দিক হতে গুরুত্বপূর্ণ এই অঞ্চলে বছরের পর বছর ধরে যে অমানবিক নিষ্ঠুরতা চালানো হচ্ছে তা কোনোভাবেই মেনে নেয়া যায় না। পবিত্র কোরআনে রয়েছে- ‘যে ব্যক্তি কোনো একজনকে হত্যা করলো সে যেন সমগ্র মানবজাতিকেই হত্যা করলো।’ গত কয়েকদিনের ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের দুই শতাধিক নিরীহ মানুষের জীবন দিতে হল। সেখানে আজ ভয়াবহ মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। হাসপাতালগুলোতে আক্রান্তরা চিকিৎসা পর্যন্ত পাচ্ছে না। এই অবস্থার দ্রুত অবসান দরকার।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, জাতিসংঘসহ পৃথিবীর বিবেকবান সকল মহলের কাছে আমাদের আকুল অনুরোধ- ইসরায়েলি আগ্রাসন বন্ধে অতি দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন। আমরা এই অঞ্চলের অব্যাহত যুদ্ধংদেহী অবস্থার স্থায়ী, দীর্ঘমেয়াদী ও শান্তিপূর্ণ সমাধান প্রত্যাশা করি।

বিশ্বজনমতের তোয়াক্কা না করে ইসরায়েল যেভাবে নির্মম গণহত্যায় মেতে উঠেছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে সামরিক হামলা বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করি। একই সঙ্গে আমাদের দেশে বিদেশি কূটনীতিকবৃন্দের কাছে আমাদের আহ্বান আপনারা ফিলিস্তিনের মানবিক বিপর্যয়রোধে ইতিবাচক ভূমিকা পালন করুন এবং হামলা বন্ধে বিশ্ববিবেকের কাছে আপনাদের সোচ্চার অবস্থান তুলে ধরুন।

(ওএস/এস/জুলাই ১৭, ২০১৪)