আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া ও চীন ডোনাল্ড ট্রাম্পের ফোনে আড়ি পেতে কথা শুনছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য নিউইয়র্ক টাইমস’ এমন খবর প্রকাশ করেছে।

খবরে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গোয়েন্দাদের নিষেধ সত্ত্বেও ফোনে গুরুত্বপূর্ণ কথা আদান-প্রদান করছেন। চীন ও রাশিয়া সেটাতে আড়ি পেতে নিজেদের কাজ হাসিল করছে।

খবরে আরও বলা হয়, ট্রাম্প প্রশাসনের সাবেক ও বর্তমান গোয়েন্দারা ট্রাম্পকে অনেক আগে জানিয়েছে চীন ও রাশিয়ার গুপ্তচরেরা তার কথা শুনছে। কিন্তু তা সত্ত্বেও ট্রাম্প ফোন ব্যবহার করেই চলেছে।

এদিকে যুক্তরাষ্ট্রের আরেকটি সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়, চলতি বছরের এপ্রিল থেকেই ট্রাম্পকে ফোন ব্যবহার করতে নিষেধ করে গোয়েন্দারা। কিন্তু তিনি কথা শোনেননি। এপ্রিল মাসের পর থেকে আরো বেশি করে ফোনে কথা বলা শুরু করেন তিনি।

(ওএস/অ/অক্টোবর ২৫, ২০১৮)