দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে সরকারি ও বেসরকারি চাকরিতে দলিত জনগোষ্ঠীর ৮০ভাগ কোটা নিশ্চিতকরণ কল্পে বৃহস্পতিবার দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

হেক্স/ইপার-সুজারল্যান্ডের সহযোগিতায় বেসরকারি সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্র (জিবিকে) আলো প্রকল্পের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন আলো প্রকল্পের প্রকল্প পরিচালক নূরুল আলম শুভ।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সামাল চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জুুরুল কাদির বাবু।

এছাড়াও বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান উপাধ্যÿ শাহ মো. আব্দুল কুদ্দুস, মানিক রতন, প্যানেল মেয়র মামুনুর রশিদ চৌধুরী, উপজেলা দলিত-আদিবাসী প্লাটফর্ম কমিটির সভাপতি প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু, সাংবাদিক আফজাল হোসেন, গুপ্তা প্লাইউড এন্ড প্রসেস কোম্পানীর ফিরোজ মাহামুদ, মির্জা গ্রুপের ফেরদৌস আলম, দালিত জনগোষ্ঠীর নয়ন বাঁশ ফোঁড়, গীতা বাঁশফোঁড়, লক্ষ্মী বাঁশফোর প্রমুখ।

কর্মশালায় সরকারি বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, গণমাধ্যমকর্মীসহ দলিত জনগোষ্ঠীর নারী ও পুরুষরা অংশ নেন।

(এসিজি/এসপি/অক্টোবর ২৫, ২০১৮)