রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : মালিকের আমদানিকৃত পণ্য অন্যত্র বিক্রি করে প্রতারণার অভিযোগ উঠেছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স আহসানউল্লাহ ট্রেডার্স এর ম্যানেজারের বিরুদ্ধে। প্রতিকার চেয়ে আমদানিকারক বুধবার সাতক্ষীরা সদর থানায় একটি অলভিযোগ দায়ের করেছেন।

দেবহাটা উপজেলার সখীপুর গ্রামের হাজী মোহাম্মদ জাফর এর ছেলে কালিগঞ্জের নলতা আহসানউল্লাহ কলেজের শিক্ষক জিএম রাশিদুজ্জামান এর লিখিত অভিযোগ থেকে জানা যায়, সদর উপজেলার ভোমরা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে তুহিন আহম্মেদ এক বছর যাবৎ তার আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স আহসানউল্লাহ ট্রেডার্সের ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছেন।

বাংলাদেশ ইসলামী ব্যাংক লিঃ ও সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাংক লিঃ এর সাতক্ষীরা শাখায় রাশিদুজ্জামানের দু’টি হিসাব রয়েছে। ভোমরা গ্রামের আব্দুর রহিমের ছেলে রাকেশকে শুকনা মরিচ দেওয়ার কথা বলে প্রমান হিসেবে গত ৮ অক্টোবর দু’টি চেক দিয়ে তার কাছ থেকে দু’টি চেক নিয়ে চার লাখ ৪০ হাজার টাকা নেন রাশিদুজ্জামান।

বিল অফ এন্ট্রি, ব্যাংক ছাড়পত্র ও ভ্যাট সংক্রান্ত কাগজপত্র মালিকের কাছে জমা দিয়ে গত ১১ অক্টোবর ২৫ লাখ টাকা মূল্যের ১৫টন ৪৩০ কেজি শুকনা ঝাল আমদানি করে তাকে না জানিয়ে তা মেসার্স রাফসান ট্রেডার্সের মালিক আবু হাসানের কাছে বিক্রি করে সমুদয় টাকা আত্মসাৎ করে তুহিন আহম্মেদ ও তার সহযোগী একই গ্রামের রাকেশ, দেবহাটার বালিয়াডাঙা গ্রামের আশরাফুজ্জামান আশু ও কুলিয়ার মজনুর রহমান। গত সোমবার বিকেলে ভোমরা বন্দরে তিনি খালি চেক ও শুকনা ঝাল ফেরৎ চাইলে তুহিন আহম্মেদ ও তার চার সহযোগি তাকে খুন করার হুমকি দেন।

জানতে চাইলে তুহিন আহম্মেদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন মালিকের সঙ্গে বসাবসি করে খুব শীঘ্রই বিষয়টি সমাধান করা হবে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিএম রাশিদুজ্জামান এর অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

(আরকে/এসপি/অক্টোবর ২৫, ২০১৮)