রঞ্জন কৃষ্ণ পন্ডিত, টাঙ্গাইল : মুক্তিযোদ্ধা সন্তানদের চাকরির কোটা পুর্নবহালের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন টাঙ্গাইলের জেলা মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদ। বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল শহরের শহীদ মিনারের সামনের রাস্তায় তারা এই মানববন্ধন কর্মসূচি পালন করে। 

মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক রাষ্ট্রদূত ও মুক্তিযুদ্ধে কাদেরিয়া বাহিনীর বেসামরিক প্রধান আনোয়ারুল আলম শহীদ, জেলা মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদের সভাপতি ইউনুস আলী, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, সহ-সভাপতি আব্দুল আজিজ, সদস্য আনোয়ার হোসেন বাদল, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ওমর ফারুক বিপ্লব প্রমুখ।

মানববন্ধনে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানসহ বিভিন্ন স্তরের লোকজন অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা নিজেদের জীবন বাজি রেখে বঙ্গবন্ধুর নেতৃত্বে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। কিন্তু বঙ্গবন্ধুর দেওয়া কোটা বাতিল করা হয়েছে। এই কোটা কোন অবস্থাতেই বাতিল হতে পারে না। তাই আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই কোটা পুর্নবহালের দাবি করছি। তা না হলে কঠোর আন্দোলন করার ঘোষণা দেন বক্তারা।

পরে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি দেয়া হয়।

(আরকেপি/এসপি/অক্টোবর ২৫, ২০১৮)