রঞ্জন কৃষ্ণ পন্ডিত, টাঙ্গাইল : টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মো. ইসমাইল হোসেন হত্যা মামলার আসামী মো. নজরুল ইসলাম (২৬)কে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। গোয়েন্দ পুলিশ (ডিবি) উত্তরের অফিসার ইনজার্চ (ওসি) সাজ্জাদ হোসেনের সার্বিক সহযোগিতায় এস আই জাহাঙ্গীর আলম ২৫ অক্টোবর রাত দুইটায় ঢাকার গাজীপুরা বোর্ড বাজার এলাকা হতে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী ধনবাড়ী উপজেলার নরিল্ল্যা সাহা পাড়া গ্রামের আব্দুল জুব্বার এর ছেলে।

উল্লেখ্য, গত ১৯ মে ধনবাড়ী উপজেলার নরিল্ল্যা গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে পিকাপের হেলপার মো. ইসমাইল হোসেনকে হত্যা করে নরিল্ল্যা মহাবিদ্যালয় কলেজ মাঠে পুকুরে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে ২০ মে নিহতের বড় ভাই মো. ইব্রাহিম বাদি হয়ে ধনবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এর পর থেকে মো. নজরুল ইসলাম পলাতক ছিলো।

এ বিষয়ে এসআই মো. জাহাঙ্গীর আলম বৃহস্পতিবার দুপুরে বলেন, মো. ইসমাইল হোসেন হত্যাকান্ড হওয়ার পর পলাতক ছিলো মো. নজরুল ইসলাম। সে গাজীপুরার বোর্ড বাজার এলাকায় দীর্ঘদিন যাবত ভ্যান গাড়ি চালাতো। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। পরে আসামীকে বৃহস্পতিবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

(আরকেপি/এসপি/অক্টোবর ২৫, ২০১৮)