আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : তৃতীয় স্ত্রীর আগের ঘরের কন্যাকে চতুর্থ স্ত্রী দাবি করায় আদালতে মামলা করার পর পুলিশ ভন্ড ফকির আমিনুর বেপারীকে (৪৫) তার আস্তানা থেকে ধারালো অস্ত্রসহ গ্রেফতার করেছে। বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। ঘটনাটি জেলার মুলাদী উপজেলার সদর ইউনিয়নের খালাসিরচর গ্রামের।

১৩ সন্তানের জনক বিয়ে পাগল ভন্ড ফকির আমিনুর বেপারীকে ওই গ্রামের মৃত মুজাহার বেপারীর পুত্র। অভিযানের সময় থানা পুলিশ আমিনুরের আস্তানা থেকে একটি ছুরি, একটি চাপাতি, রামদা, দা এবং বিপুল পরিমাণ ফকির বই উদ্ধার করেছে। মুলাদী থানার ওসি জিয়াউল আহসান বলেন, দীর্ঘদিন থেকে আমিনুর বেপারী ঝাড়ফুঁকের নামে এলাকার সহজ সরল মানুষদের সাথে প্রতারণা করে আসছিলো। নারী লোভী আমিনুর আগের সব বিয়ে গোপন করে একের পর এক বিয়ে করে নারীদের সর্বনাশ করে আসছে। বর্তমানে তিন স্ত্রী ছাড়াও আমিনুর আগে আরও তিনটি বিয়ে করেছে।

আমিনুরের স্ত্রী ইয়াসমিন বেগম জানান, তার আগের স্বামী আলাউদ্দিন বেপারীর ঘরের কন্যা লামিয়া খানমকে নিয়ে দীর্ঘদিন থেকে তিনি দ্বিতীয় স্বামী আমিনুরের বাড়িতে বসবাস করে আসছিলেন। বিয়ের কয়েকদিন পর লামিয়ার ওপর কুনজর পরে আমিনুরের। পরবর্তীতে আমিনুর প্রতারণার মাধ্যমে আদালতের একটি এফিডেভিট দেখিয়ে স্ত্রী ইয়াসমিনের প্রথম ঘরের কন্যা লামিয়াকে চতুর্থ স্ত্রী হিসেবে দাবি করে। উপয়অন্তু না পেয়ে কন্যাকে ভন্ড ফকির আমিনুরের হাত থেকে রক্ষা করতে ইয়াসমিন গত একবছর ধরে লামিয়াকে নিয়ে বাবার বাড়ি চলে যান।

তিনি আরও জানান, সম্প্রতি লামিয়াকে স্ত্রী হিসেবে দাবি করে তাকে পাওয়ার জন্য বরিশাল নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করে ভন্ড ফকির আমিনুর। আদালত কাগজপত্রের সূত্রধরে লামিয়াকে উদ্ধার করে আমিনুরের কাছে পৌঁছে দেয়ার জন্য মুলাদী থানা পুলিশকে নির্দেশ দেন। থানার ওসি লামিয়ার মা ইয়াসমিনের সাথে কথা বললে বেরিয়ে আসে বিয়ে পাগল ভন্ড ফকির আমিনুরের আসল চরিত্র।

মুলাদী থানার ওসি আরও বলেন, প্রকৃত ঘটনা জানতে পেরে বুধবার সন্ধ্যায় অভিযান চালিয়ে আমিনুরে আস্থানায় তল্লাশী চালিয়ে একটি ছুরি, একটি চাপাতি, রামদা, দা এবং বিপুল পরিমাণ ফকিরি বই জব্দসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে আমিনুরকে গ্রেফতার করা হয়। ধারালো অস্ত্র উদ্ধারের ঘটনায় থানায় মামলা দায়েরের পর গ্রেফতারকৃত আমিনুর বেপারীকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

(টিবি/এসপি/অক্টোবর ২৫, ২০১৮)