উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : গ্রামীণ ডিস্ট্রিবিউশন লিমিটেডবাংলাদেশের অন্যতম একটি শক্তিশালী বিতরণকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি সুনামের সাথে গত ১০ বছর ধরে বাংলাদেশে অভিজ্ঞতা এবং পেশাদারদের উচ্চ পর্যায়ের বিবেচণায় একটি নির্ভরযোগ্য ব্যবসায়িক অংশীদার হিসেবে প্রমাণিত হয়েছে। ইলেক্ট্রিক এপ্ল্যায়ান্সএবং মোবাইল ফোন ডিস্ট্রিবিউশনের পাশাপাশি সম্পূর্ণ নতুনভাবে যোগ হল জি.ডি.এল ফ্যান। গ্রামীণ ডিস্ট্রিবিউশন লিমিটেডএর হাত ধরে জি.ডি.এল ফ্যান বাংলাদেশের সিলিং ফ্যান মার্কেটে চলতি মাস থেকে যাত্রা শুরু করেছে। 

২৫ অক্টোবর জিডিএল ব্রান্ডের এই নতুন ফ্যানটির লোগো সম্বলিত কেক কেটে এর আনুষ্ঠানিক বাণিজ্যিক যাত্রা শুরু করেন গ্রামীণ ডিস্ট্রিবিউশন লিমিটেড এর মাননীয় ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আশরাফুল হাসান।

এ সময় জিডিএল এর উর্দ্ধতন কর্মকর্তাদের মধ্যে জনাব মোঃ জহুরুল হক, মহাব্যবস্থাপক এবং জনাব মোঃ সিরাজুল হক, চীফ্ মার্কেটিং অফিসার উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা হতে আগত ডিলারগন উপস্থিত ছিলেন।

এসময় জনাব মোঃ আশরাফুল হাসান বলেন, জিডিএল এর নতুন ২টি মডেলের ফ্যান এর আকর্ষনীয় ডিজাইন, লো ভোল্টেজ অপারেশন, ১০০% বিশুদ্ধ কপার তার, দীর্ঘস্থায়ী কেপাসিটর ও বিয়ারিং এবং এ্যলুমিনিয়াম বডি ফ্যানটিকে বাজারে বিদ্যমান অন্যান্য ফ্যান হতে স্বতন্ত্র ফ্যান হিসেবে প্রমাণ করবে।
গ্রাহকের ক্রয়ক্ষমতার কথা চিন্তা করে গাজীপুরে নিজস্ব কারখানায় এ ফ্যান উৎপাদন করা হচ্ছে। জি.ডি.এল ক্লাসিক এবং জি.ডি.এল স্মার্ট নামের ২ টি মডেলের ফ্যানের মোড়ক উন্মেচন করা হয়েছে যা আইভরি, মেটাল এবং ক্লাসিক এই ৩ টি রঙে পাওয়া যাবে।

(এ/এসপি/অক্টোবর ২৫, ২০১৮)