স্টাফ রিপোর্টার : টানা ছয় দিন অপেক্ষার পর চট্টগ্রামে সমাবেশের অনুমতি পেয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। তবে নতুন এই জোটের পক্ষ থেকে লালদীঘি মাঠে সমাবেশের অনুমতি চাওয়া হলেও মিলেছে নগর বিএনপি কার্যালয় নাসিমন ভবনের সামনে।

শুধু এবারই নয় গত ৫ বছর বিএনপিকে নগরীর নাসিমন ভবন ছাড়া আর কোথাও বড় পরিসরে সমাবেশ করতে দেয়নি সরকার।

নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ লালদীঘি মাঠে সমাবেশের অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু আজ (শুক্রবার) সকালে সিএমপির পক্ষ থেকে নাসিমন ভবনে আমাদের পার্টি অফিসের সামনে সমাবেশ করতে পারবো বলে জানিয়েছে তারা।’

শেষ খবর পাওয়া পর্যন্ত সমাবেশের অনুমতি পেয়ে বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনে জরুরি প্রস্তুতি বৈঠকে বসেছেন চট্টগ্রামের ঐক্যফ্রন্ট নেতারা।

এর আগে গত ২০ অক্টোবর জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে চট্টগ্রাম লালদীঘি ময়দানে সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করা হয়। এ বিষয়ে গত ছয় দিন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাছ থেকে কোনো ধরনের বক্তব্য পাওয়া যায়নি। তবে ফ্রন্ট নেতারা বারবার বলে আসছিলেন তারা যেকোনো মূল্যে লালদীঘিতে সমাবেশ করবেন।

(ওএস/এসপি/অক্টোবর ২৬, ২০১৮)