মাগুরা প্রতিনিধি : মাগুরায় বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার পক্ষ থেকে ‘নারীর ক্ষমতায়নের লক্ষ্যে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি’ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।

সকালে সংগঠনের জেলা সভাপতি মমতাজ বেগমের সভাপতিত্বে স্থানীয় শ্রাবণী কমিউনিটি সেন্টারে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রাখী দাশ পুরকায়স্থ । প্রধান প্রশিক্ষক ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উম্মে সালমা বেগম।

বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য লিপিকা দত্ত, জেলা শাখার সহ-সভাপতি গৌরি রানী আইচ, কাজী লাবনী জামান, পাপিয়া রহমানসহ অন্যরা। কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলা থেকে ৫ টি শাখা থেকে প্রায় একশ নারী অংশগ্রহণ করেন। কর্মশালায় তৃণমূল পর্যায়ে নারী নির্যাতন প্রতিরোধে শক্তিশালী ও নিয়মতান্ত্রিক সংগঠন গড়ে তোলার উপর গুরুত্ব দেয়া হয়।

একই সঙ্গে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, নারীর প্রতি সহিংসতা রোধ, বয়ঃসন্ধিতে কণ্যা শিশুর যত্ন, বাল্য বিবাহ প্রতিরোধ, সম্পত্তিতে নারীর অধিকারসহ নারীর ক্ষমতায়নে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

(ডিসি/এসপি/অক্টোবর ২৬, ২০১৮)