মাগুরা প্রতিনিধি : আধিপত্য বিস্তার নিয়ে মাগুরা সদর উপজেলার আমুড়িয়া গ্রামে আজ শনিবার সকালে দু’দল গ্রামবাসীর সংসঘর্ষে আলম মোল্লা নামে একজন নিহত ও অপর ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে চার জনকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসাপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আলম মোল্যা আমুড়িয়া উত্তর পাড়া গ্রামের তোজাব মোল্যার ছেলে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে। ক্ষটনাস্থল থেকে ৬ জনকে আটক করেছে।

অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, আমুড়িয়া গ্রামের টিপু মিয়া ও সোহেল রানার নেতৃত্বে দুইদল গ্রামবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে একটি নারী ঘটিত বিষয় নিয়ে আজ সকাল সাড়ে ৮ টার দিকে দুই পক্ষের সংঘর্ষ বেধে যায়। এ সময় প্রতিপক্ষের হামলায় টিপু গ্রুপের আলম মোল্যা (৩৫) নামে এক যুবকসহ কমপক্ষে ১০ জন আহত হয়। আহততের মধ্যে ৫ জনকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক টিপু মোল্লাকে মৃত্য ঘোষণা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ একাধিক রাউন্ড টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে। ঘটনাস্থল থেকে ছয় জনকে আটক করা হয়েছে ।

(ডিসি/এসপি/অক্টোবর ২৭, ২০১৮)