স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বুমবুম ক্রিকেটার শহিদ আফ্রিদি আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দিয়েছেন অনেক দিন হয়ে গেলো। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটেও নিয়মিত নন। যদিও ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলে যাচ্ছেন। পিএসএল, পিসিএল, এপিএলের সঙ্গে নিয়মিত খেলছেন বাংলাদেশের বিপিএলও।

আগের আসরগুলোতে শহিদ আফ্রিদির একমাত্র ঠিকানা ছিল যেন ঢাকার ফ্রাঞ্চাইজি। এক সময় ছিল ঢাকা গ্ল্যাডিয়েটর্স। পরে হয়েছে ঢাকা ডায়নামাইটস। ঢাকার জার্সিই বারবার উঠেছে আফ্রিদির শরীরে।

এবার ঢাকার বাইরে বের হওয়ার সুযোগ পেয়ে গেলেন পাকিস্তানের এই মারদাঙ্গা ক্রিকেটার। বিপিএলের প্লেয়ার ড্রাফটে এবার নতুন ফ্রাঞ্চাইজি পেয়ে গেলেন শহিদ আফ্রিদি। এবার তাকে কিনে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তামিম ইকবাল এই ফ্রাঞ্চাইজির আইকন।

বিদেশি ক্রিকেটারদের মধ্যে ‘এ প্লাস’ ক্যাটাগরিতে ছিলেন শহিদ আফ্রিদি। ২ লাখ ডলারে (প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা) আফ্রিদিকে কিনে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

(ওএস/এসপি/অক্টোবর ২৮, ২০১৮)