রঞ্জন কৃষ্ণ পন্ডিত, টাঙ্গাইল : বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পলিটেকনিক কলেজে কর্মরত শিক্ষকদের দ্বিতীয় শিফটের সম্মানী ভাতার সমস্যা নিরসনে টাঙ্গাইল পলিটেকনিক কলেজে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

২৮ অক্টোবর রবিবার দুপুরে বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতি, বাংলাদেশ পলিটেক শিক্ষক পরিষদ, বাংলাদেশ কারিগরি শিক্ষা ও অধিদপ্তর এবং অধিদপ্তরাধীন কর্মচারী সমিতি টাঙ্গাইল পলিটেকনিক শাখার উদ্যোগে অত্র প্রতিষ্ঠানে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতি টাঙ্গাইলের সভাপতি আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন চীফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান (ননটেক) জাফরিনা আক্তার খানম, ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান ইঞ্জিনিয়ার মো. এনায়েত করিম, বাংলাদেশ পলিটেক শিক্ষক পরিষদ টাঙ্গাইলের সহ-সভাপতি আশীষ কুমার ভৌমিক, কর্মচারী সমিতির সদস্য মোস্তাফিজুর রহমান প্রমুখ।

প্রতিবাদ সভাটি সঞ্চালনা করেন বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক পরিষদ টাঙ্গাইলের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম। এসময় বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, পূর্বে আমাদের মূল বেতনের অর্ধেক দ্বিতীয় শিফটের সম্মানী ভাতা দেওয়া হতো। কিন্তু বর্তমান সময়ে শিক্ষকদের বেতন বাড়ালেও দ্বিতীয় শিফটের সম্মানী দিচ্ছে সেই আগের বেতনের স্কেল অনুযায়ি। তাই প্রতিবাদ সভার মাধ্যমে আমাদের মূল বেতনের অর্ধেক দ্বিতীয় শিফটের সম্মানী ভাতা দাবি করছি। তা না হলে ক্লাশ বর্জনসহ কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।

(আরকেপি/এসপি/অক্টোবর ২৮, ২০১৮)