মাগুরা প্রতিনিধি : মাগুরার কৃতি ফুটবলার ও ছাত্রলীগ নেতা রাজন খান হত্যা মামলার আসামীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমুলক শাস্তি দাবিতে গতকাল রবিবার শহরের পিটিআই এলাকায় মানববন্ধন করেছে এলাকাবাসি। মানববন্ধনে নিহত রাজনের এলাকা শহরের খান পাড়ার শতাধিক নারী পুরুষ অংশ নেন।
মানববন্ধনে রাজনের বাবা মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব খান, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশরাফ খান,আওয়ামীলীগ নেতা সেলিম খান, মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রানা খান বক্তব্য রাখেন। মানববন্ধনে বক্তারা রাজন হত্যার দ্রুত বিচার কাজ সম্পন্ন ও রাজন হত্যা মামলার আসামী মীর আবু সাঈদসহ অন্যদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন।

মানববন্ধনে রাজনের বাবা ওহাব খান ও মা শারমিন আক্তার অভিযোগ করেন, এরকম একটি নৃশংস হত্যা মামলায় আটক হবার মাত্র কয়েকেদিনের মধ্যে রাজন হত্যাকান্ডের মুল হোতা সন্ত্রাসী মীর সাঈদ জামিনে বেরিয়ে এসেছে। বর্তমানে মীর সাঈদ বিভিন্ন লোক মারফত তাদের পরিবারসহ রাজন হত্যার বিষয়ে যারা প্রতিবাদ জানিয়েছে তাদের হত্যার হুমকী দিচ্ছে।

অতীতে মীর সাঈদ প্রতিটি মামলায় একইভাবে উচ্চ আদালত থেকে জামিনে ছাড়া পেয়েছে। এমনকি অবৈধ অস্ত্র ও মাদক ৪১ বছর সাজা হবার পরও বেশীদিন সে জেলে থাকেনি। দ্রুত সময়ে জামিনে ছাড়া পাবার সুযোগ পাওয়ার কারণেই সে নতুন করে অপরাধ করার সুযোগ পাচ্ছে। এসব কারণে নিরাপত্তাসহ মীর আবু সাঈদসহ দোষীদের দ্রুত বিচার ও ফাঁসি দাবী করেন রাজনের বাবা মা।

প্রসঙ্গত নিজ এলাকায় চাঁদাবাজির একটি ঘটনার প্রতিবাদ করায় ২০১৪ সালের ২৮ অক্টোবর মাগুরা সরকারি কলেজ মাঠে মাগুরা জেলা ক্রিড়া সংস্থার ফুটবলার ও জেলা ছাত্রলীগের কার্যকরি সদস্য রাজনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় রাজনের বাবা ওহাব খান বাদী হয়ে হত্যাসহ ১৩ মামলার আসামী মাগুরার শীর্ষ সন্ত্রাসী মীরসাইদসহ তার সহযোগিদের নামে মামলা করেন।

(ডিসি/এসপি/অক্টোবর ২৮, ২০১৮)