জোটন চন্দ্র ঘোষ, হালুয়াঘাট : সড়ক পরিবহন আইন ২০১৮ এর শ্রমিক স্বার্থ বিরোধী ধারাসমূহ সংশোধনের লক্ষ্যে ৮ দফা দাবীতে সারা দেশের ন্যায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে হালুয়াঘাটে বাস চলাচল বন্ধ রয়েছে। হালুয়াঘাট থেকে রাজধানীমুখী যাত্রীবাহী সকল প্রকারের বাস চলাচল বন্ধ থাকার কারণে জনদূর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী সাধারণকে। শিঘ্রই অচলাবস্থা নিরসনে সরকারের হস্তক্ষেপ চান সাধারণ যাত্রীগণ।

সরেজমিনে দেখা যায়, ২৮ অক্টোবর রবিবার সকাল থেকে হালুয়াঘাট হতে রাজধানীমুখী কোন বাস চালাচ্ছেন না বাস চালকরা। হালুয়াঘাটের জনপ্রিয় ইমাম ট্রেইলওয়েজ পরিবহন ও শ্যামলী বাংলা প্রাইভেট লিমিটেডের টিকিট কাউন্টারগুলি বন্ধ রয়েছে। ব্যাসস্টেন্ড এলাকায় সারিবদ্ধ রয়েছে ইমাম ও শ্যামলী বাংলা পরিবহনসহ ঢাকাগামী দূরপাল্লার গাড়ী গুলি। ফলে জনদূর্ভোগে পরেছেন যাত্রীসাধারণ। যাত্রীরা শিঘ্রই এ অচলাবস্থার নিরসনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

সাধারণ শ্রমিকরা জানান, সড়ক দূর্ঘটনায় সকল মামলা জামিন যোগ্য হতে হবে, শ্রমিকের ৫ লক্ষ টাকা অর্থ দন্ড হতে পাড়ে না। রাস্তায় পুলিশের হয়রানী বন্ধ করতে হবে। সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারা গুলির সংশোধন করতে হবে। পাশাপাশি শ্রমিকদের জীবনের নিরাপত্তা দিতে হবে।

হালুয়াঘাট মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মিয়াজ উদ্দিন রজব আলী বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাড়ী চলাচল বন্ধ রয়েছে। আগামী কালও গাড়ী চলাচল বন্ধ থাকবে। সাধারণ শ্রমিকদের জীবনের স্বার্থে শ্রমিকরা গাড়ী চালাছেন না। শ্রমিকদের নিরাপত্তার জন্য ৮ দফা দাবী নিশ্চিত করা হলে গাড়ী চালাতে তাদের কোন আপত্তি নেই।

(জেসিজি/এসপি/অক্টোবর ২৮, ২০১৮)