রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : চোরাচালান পন্য আটক করতে গিয়ে সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্তের  সোনাই নদীতে ডুবে একজন বিজিবি সদস্য মারা গেছেন। 

নিহত বিজিবি সদস্য ল্যান্স নায়েক রফিকুল ইসলাম (৩৭) কাকডাঙ্গা বিওপির একজন সৈনিক। ঘটনার সঙ্গে জড়িত থাকা সন্দেহে পুলিশ কেড়াগাছি ইউপি সদস্য ও চোরাঘাট মালিক ইয়ার আলী নামের একজনওেক আটক করেছে।

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল গোলাম মহিউদ্দিন খোন্দকার জানান, শনিবার রাত ৮ টার দিকে একদল চোরাচালানি ভারত থেকে সোনাই নদীপথে ভাদিয়ালির আলিমের চোরাঘাট পার করে চোরাচালান পণ্য পাচার করছিল। বিজিবি সদস্য ল্যান্স নায়েক রফিকুলসহ বিজিবির একটি টহল দল তাতে বাধা দেয়। এ সময় রফিকুল ওই চোরাচালান পণ্য ভাসিয়ে আনার কাজে ব্যবহৃত রশিতে জড়িয়ে পানিতে পড়ে যান। একই সময়ে ভারতীয় পারের হাকিমপুর এলাকা থেকে চোরাচালানিরা রশির অপর প্রান্ত ধরে টান দিলে রশিতে জড়ানো অবস্থায় তিনি মাঝনদীতে ডুবে যান। তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার ইকবাল মাহমুদ তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় ইয়ার আলী নামের এক ইউপি সদস্য ে চারাচালানীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ আহম্মদ জানান, এ ঘটনায় রোববার রাত সাতটা পর্যন্ত খানায় কোন মামলা হয়নি। রোববার দুপুরে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে লাশের ময়না তদন্ত শেষে বিজিবি কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয়েছে।

(আরকে/এসপি/অক্টোবর ২৮, ২০১৮)