স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ‘দেশ নিয়ে অনেক স্বপ্ন দেখি। উন্নয়নশীল, সবাই ধনী, সম্পূর্ণ ডিজিটাল। একটি মানুষও যাতে পিছিয়ে না থাকে- এটাই হচ্ছে আমাদের স্বপ্ন। এটাই হচ্ছে আমাদের ওয়াদা আপনাদের প্রতি এবং দেশের মানুষের প্রতি’

আজ রবিবার বিকেলে সাভারের শেখ হাসিনা জাতীয় যুব কেন্দ্রে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০১৮ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এভাবে নিজের স্বপ্নের কথা জানালেন জয়।

এ সময় সজীব ওয়াজেদ জয় বলেন, ‘‘আওয়ামী লীগ যত দিন ক্ষমতায় থাকবে, দেশ এগিয়ে যেতে থাকবে। ততদিন তরুণ উদ্যোক্তা এবং সকল মানুষকে সহযোগিতা করে যাবে।’’

তিনি বলেন, ‘‘বিএনপির আমলে আমরা বিশ্বের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারতাম না। আমরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিলাম। দেশটা জঙ্গিবাদের রাষ্ট্রে পরিণত হয়ে গিয়েছিল। শুধু দলের নামের আগে জাতীয়তাবাদ লাগিয়ে রাখলে হবে না। সেই অনুযায়ী কাজ করতে হবে।”

জয় বলেন, ‘‘আমরা নিজেদের মেধায় এবং উদ্যোগে আজকে ডিজিটালে কোথায় চলে এসেছি। আর এটা আমরা সম্পূর্ণ নিজেরাই করেছি। আমরা কিন্তু বিশ্বব্যাংকের অর্থায়নে ডিজিটাল বাংলাদেশ গড়িনি।”

তিনি আরও বলেন, ‘‘আপনাদের কাছে ওয়াদা করছি, নৌকায় ভোট দিলে ২০৪১ সালের আগেই বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে। তাই আসুন দেশকে এগিয়ে নিতে আবার নৌকায় ভোট দেই।’’

অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী বক্তব্য দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী নসরুল হামিদ বিপু। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মন্ত্রী মোস্তফা জব্বার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, পররাষ্ট্রপ্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, ইয়াং বাংলার ট্রাস্টি রেদোয়ান সিদ্দিক ববি, ঢাকা-১৯ এর সংসদ সদস্য ডা. এনামুর রহমান প্রমুখ।

(টি/এসপি/অক্টোবর ২৮, ২০১৮)