আর্ন্তজাতিক ডেস্ক : চীনে গত সপ্তাহে প্রবল বর্ষণে অন্তত ২০ জনের প্রাণহানি ও কয়েক হাজার বাড়িঘর ধ্বংস হয়েছে। বন্যার কবল থেকে বাঁচাতে লক্ষাধিক লোককে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। এই সময়ে অন্তত ৬ জন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারায়।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, শুক্রবার রাত থেকে মধ্যাঞ্চলীয় জিয়াংজি প্রদেশে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ৬ জনের প্রাণহানি ঘটেছে।

বার্তা সংস্থা আরো জানায়, চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় এলাকা গুইঝোউয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরো বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে।

সিনহুয়া জানায়, বৃহস্পতিবার ভোরে সৃষ্ট ভূমিধসে আট জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুজনকে সকালে উদ্ধার করা হলেও আটজন এখনো নিখোঁজ রয়েছে।

বুধবার রাতে এক প্রতিবেদনে সিনহুয়া জানায়, রবিববার রাতে বৃষ্টিপাতের তীব্রতা সবচেয়ে বেশি ছিল। ওই রাতের প্রবল বৃষ্টিপাতে গুইঝৌইয়ে ৫ হাজার ৮০০ বাড়ি ধ্বংস ও আরো ১৬ হাজার ৩০০ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, প্রাকৃতিক দুর্যোগে ৩ জন নিখোঁজ ও ৯১ হাজারের বেশি লোক অন্যত্র আশ্রয় নিয়েছে।

এদিকে হুনান কাউন্টির আনহুয়ায় ভূমিধসে পাঁচ জনের প্রাণহানি ও ১৪ জন নিখোঁজ হয়েছে। বৃষ্টিপাতে প্রদেশটির ১ হাজার ৩৩০টি বাড়ি ধবংস হয়েছে এবং ২ লাখ ৮৩ হাজার মানুষ অন্যত্র আশ্রয় নিয়েছে।

(ওএস/এইচআর/জুলাই ১৮, ২০১৪)