গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ‘ঘরের ইঁদুর, মাঠের ইঁদুর, ধ্বংস করে অন্ন, সবাই মিলে ইঁদুর মারি ফসল রক্ষার জন্য’ এ স্লোগানে সোমবার (২৯ অক্টোবর) ময়মনসিংহের গৌরীপুরে মাসব্যাপি ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফারহানা করিম।

উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষি অফিস হল রুমে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ লুৎফুন্নাহার।

ময়মনসিংহ অঞ্চলের ডিকেআইবি’র নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মান্নান সরকারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফারহানা করিম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ড. আবু সাঈদ সরকার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জান্নাত এ হুর, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল ওয়াহেদ খান, অরুনিমা কাঞ্চি সুপ্রভা শাওন, উপজেলা ডিকেআইবি’র সভাপতি আনিছুর রহমান, সাংবাদিক মশিউর রহমান কাউসার প্রমুখ।

এতে উপ সহকারি কৃষি কর্মকর্তা, স্থানীয় কৃষক-কৃষাণী ও স্থানীয় সার, কীটনাশক ব্যবসায়ীরা অংশগ্রহন করেন।

(এসআইএম/এসপি/অক্টোবর ২৯, ২০১৮)