রাজবাড়ী প্রতিনিধি : সরকারের নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী শাজাহান খান দৌলতদিয়া ফেরিঘাটে নবনির্মিত ইউটিলিটি ফেরির উদ্বোধন করবেন আজ। ঢাকার সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার নৌ-যোগাযোগ ব্যবস্থা ঠিক রাখতে নিরাপদে দ্রুত চলাচল করবে এ ফেরি।

বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ১০টায় দৌলতদিয়া ফেরিঘাটে বিআইডব্লিউটিসির উদ্যোগে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন্নাহার চৌধুরী।

বিআইডব্লিউটিসির ২টি ইউটিলিটি ফেরি দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল শুরু করবে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়ায় কর্মরত ঘাট ম্যানেজার মো. শফিকুল ইসলাম জানান, দেশের নৌপথের অন্যতম এই রুটটিতে বাড়ি ফেরা মানুষের কথা ভেবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন এ রুটে ১০টি রো রো ফেরি ও ৩টি কে টাইপ এবং ৪টি ইউটিলিটি ফেরি সার্বক্ষণিক চলাচলের ব্যবস্থা করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে রাজবাড়ী জেলার সংসদ সদস্য, জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. রেজাউল হকসহ জেলার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতারা উপস্থিত থাকবেন।

(ওএস/এইচআর/জুলাই ১৮, ২০১৪)