স্পোর্টস ডেস্ক : প্রতিবারের মতো এবারেও শুরু থেকেই জমতে শুরু করছে ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল)। প্রতি সপ্তাহে রদবদল ঘটছে পয়েন্ট টেবিলে। সে ধারাবাহিকতায় সোমবার রাতে টটেনহাম হটস্পারকে ন্যুনতম ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করেছে ম্যানচেস্টার সিটি।

টটেনহামের ঘরের মাঠ ওয়েম্বলি স্টেডিয়াম থেকে ১-০ গোলের জয় নিয়ে ফিরেছে পেপ গার্দিওলার শিষ্যরা। দলের পক্ষে জয়সূচক গোলটি করেন আলজেরিয়ান ফরোয়ার্ড রিয়াদ মাহরেজ। আরও বেশ কয়েকটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি তিনি।

প্রতিপক্ষের মাঠে দলকে লিড এনে দিতে মাত্র ৬ মিনিট সময় নেন মাহরেজ। রহিম স্টার্লিংয়ের দুর্দান্ত প্রচেষ্টায় ডি-বক্সের মধ্যে বল পেয়ে যান মাহরেজ। দৌড়ে এসে বাম পায়ের শটে ম্যাচের প্রথম ও একমাত্র গোলটি করেন তিনি।

লিড নিয়ে আরও বেশ কয়েকটি দুর্দান্ত আক্রমণ চালায় ম্যান সিটির খেলোয়াড়রা। কিন্তু কখনো টটেনহামের ফরাসি গোলরক্ষক হুগো লরিস, কখনো আবার নিজেদের ভুলে গোল করতে ব্যর্থ হয় তারা। ফলে ১ গোলের জয়েই মাঠ ছাড়েন আগুয়েরো-মাহরেজরা।

চলতি ইপিএলে এটি তাদের অষ্টম জয়। দশ ম্যাচের মধ্যে বাকি দুইটি ড্র করে তাদের সংগ্রহ ২৬ পয়েন্ট। সমান ১০ ম্যাচে ২৬ পয়েন্ট রয়েছে লিভারপুলেরও। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে অবস্থান করছে ম্যান সিটি। তিন নম্বরে থাকা চেলসির ঝুলিতে সমান ম্যাচ রয়েছে ২৪ পয়েন্ট।

(ওএস/এসপি/অক্টোবর ৩০, ২০১৮)