স্বদেশ আমার


স্বদেশ আমার ছবির মতো
রং তুলিতে আঁকা,
মন ছুঁয়ে যায় গাঁয়ের পথে
সরু আঁকা- বাঁকা।
স্বদেশ আমার ছবির মতো
ভরা ফলে ফুলে,
সবুজ ধানে ঢেউ খেলে যায়
হাওয়ায় দুলে-দুলে।
স্বদেশ আমার ছবির মতো
শস্য শ্যামল মাঠ,
বৃক্ষরাজি লতা পাতা
নৌকা চলা ঘাট।
স্বদেশ আমার বর্ষা কালে
মেঘ বাদলের ঝরা,
সোনার মতো ঝিলিক মারে
চৈত্র মাসের খরা।
স্বদেশ আমার দেয় উপহার
শিশির ভেজা ঘাস,
ডুব সাঁতারের খেলায় মাতে
নদীর জলে হাঁস ।
স্বদেশ আমার দেয় উপহার
হরেক রকম ফল,
পাহাড়েরই পা ধুয়ে দেয়
ঝর্ণা ধারা জল।
স্বদেশ আমার ছবির মতো
সরষে ফুলের হাসি,
সবুজ শ্যামল দেশটা আমার
বড্ড ভালো বাসি।