রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁয়ের রানীশংকৈলে মুরগীর ডিম থেকে বের হলো সাপের বাচ্চা। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটে উপজেলার ৩নং হোসেনগাঁও ইউপির ক্ষুদ্র বাশঁবাড়ী গ্রামের খায়রুল ইসলামের বাড়ীতে।

মঙ্গলবার খায়রুল ইসলাম জানান,গত সোমবার দিবাগত আনুমানিক রাত ৮ টায় তার স্ত্রী বাড়ীর পালিত মুরগীর একটি ডিম ভাজাঁর জন্য ভেঙ্গে ছোট একটি পাত্রে নিলে। ডিমের কুসুমের মধ্যে গোলাকার একটি বড় পোকা দেখতে পেয়ে আমাকে ডাক দিয়ে দেখায়। আমি সাথে সাথে একটি খোচা দিয়ে পোকাটিকে সরিয়ে সোজা করলে পোকাটি সাপের মত ভোনা তুলে যা দেখে আমরা ভীতিকর অবস্থায় পড়ে যায়।

বিষয়টি এলাকার লোকজনদের জানানো হলে এলাকার ময় মুরম্বীরাও এটিকে সাপের বাচ্চা বলে নির্ণয় করে। তবে গত সোমবার রাত ১১টা পর্যন্ত সাপের বাচ্চাটি জীবিত থাকলেও এখন মারা গেছে। এ নিয়ে ঐ এলাকায় ব্যাপক চাঞ্চলতা ও ভীতিকর অবস্থার সৃষ্টি হয়েছে।

তবে এটি সাপের বাচ্চা না দাবী করে উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ রায়হান আলী বলেন,মুরগীর প্রায় ৩৭ ধরনের কৃমি হয়ে থাকে। এটি কৃমি জাতীয় কোন পোকা হতে পারে। এ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই।

(কেএএস/এসপি/অক্টোবর ৩০, ২০১৮)