আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : সরকারের “সৃজনে উন্নয়নে বাংলাদেশ’’ শীর্ষক উন্নয়ন মেলা, বর্নাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।

আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, আওয়ামীলীগ নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে মঙ্গলবার সকাল দশটায় উন্নয়ন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পূর্বক বর্নাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্তর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ আব্দুর রব সেরনিরয়াবাত সরকারী ডিগ্রী কলেজ হয়ে পুনরায় উপজেলা পরিষদ চত্তরে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ চত্তরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস উন্নয়ন মেলার উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সরকারী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কমলা রানী মন্ডল, জেলা আওয়ামী নেতা মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগ সমন্বয়ক আবু সালেহ লিটন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মলিনা রাণী রায়, উপজেলা প্রকৌশলী রাজকুমার গাইন, উপজেলা শিক্ষা কর্মকর্তা সিরাজুল হক তালুকদার, সমাজসেবা কর্মকর্ত সুশান্ত বালা, পল্লী বিদ্যুৎ জেনাল অফিসের ডিজিএম মো. হযরত আলী, সেটেলমেন্ট সার্কেল অফিসার অশোক কুমার দেবনাথ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন, মুক্তিযোদ্ধা সিরাজুল হক সরদার, ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, বিপুল দাস প্রমুখ নেতৃবৃন্দ। মেলায় জনগনের জন্য সরকারী বিভিন্ন দপ্তর সমূহের স্টলে সরকারের উন্নয়ন চিত্র ও তথ্য প্রদান করা হয়।

প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ও বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সফলতায় টেকসই উন্নয়ন (এসডিজি) অর্জনে ভিশন-২০২১ বাস্তবায়নের লক্ষ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় আওয়ামীলীগ সরকারের উল্লেখযোগ্য উন্নয়নের ৩০ মিনিটের প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়। পরে উন্মুক্ত জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

(টিবি/এসপি/অক্টোবর ৩০, ২০১৮)