চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় ‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ’ প্রতিপাদ্যে সাংস্কৃতিক উৎসব ও মেলা শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকালে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের শুরু হয়। র‌্যালি চুয়াডাঙ্গা সদও উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরেরর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাসের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, চুয়াডাঙ্গা কৃষি সমৃদ্ধ এলাকা। কৃষিতে অনেক উন্নয়ন হয়েছে। দেশের যে উন্নয়ন তা অব্যাহত রাখতে আবার বর্তমান সরকার প্রয়োজন রয়েছে। দেশ আজ দারিদ্র মুক্ত হচ্ছে। বর্তমান সরকারের সময়ে দেশে অনেক উন্নয়ন সাধিত হয়েছে।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ, সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা ওয়াশিমুল বারি প্রমুখ।

(টিটি/এসপি/অক্টোবর ৩০, ২০১৮)