গাজীপুর প্রতিনিধি : টঙ্গীতে বকেয়া বেতন ভাতার দাবিতে নোমান গ্রুপের প্রতিষ্ঠান জাবের এন্ড জোবায়েরের একটি কেমিক্যাল গোডাউনে আগুন দিয়েছে বিক্ষুব্ধ শ্রমিকরা। শুক্রবার সকালে কয়েকশত শ্রমিক কারখানার সামনে বিক্ষোভ শেষে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বকেয়া বেতন ভাতার দাবিতে শুক্রবার সকাল থেকে কয়েকশত শ্রমিক কারখানার সামনে বিক্ষোভ শুরু করে। ক্রমেই শ্রমিকদের সংখ্যা বাড়তে থাকলে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করে। এতে পুলিশ বাঁধা দেয়।

এক পর্যায়ে সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকেরা জাবের এন্ড জোবায়েরের কেমিক্যাল গোডাউনের তালা ভেঙ্গে ভেতরে ঢুকে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

টঙ্গী থানার (এসআই হাসানোজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আন্দোলনরত শ্রমিকেরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে গেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

(ওএস/এইচআর/জুলাই ১৮, ২০১৪)