রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জেএসসি ও পিইসি পরীক্ষার্থীসহ ২জন শিক্ষকের বিদায়ী অনুষ্ঠান বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষক ইউনুস আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সাংসদ ডাঃ আ.ফ.ম রুহুল হক। অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রধান শিক্ষক আনোয়ারুল হক, কালিগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, নলতা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন পাড়, নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোফায়েল আহমেদ, নলতা ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ আনছার আলী, মিশন কর্মকর্তা মালেকুজ্জামান, দৈনিক দৃষ্টিপাতের নলতা প্রতিনিধি ও কালিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।

সহকারী শিক্ষক শাহবুদ্দিন’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আমির খসরু ও সাজেদা বানু তহুরুন্নেছা পদন্নোতি পেয়ে প্রধান শিক্ষক হয়ে অন্যত্র বদলি হওয়ায় তাদেরকেসহ বিদ্যালয় থেকে ৫ম শ্রেণির ১২৭ জন ও ৮ম শ্রেণির ৬৪ জন পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি প্রধান শিক্ষকের হাতে একটি প্রজেক্টর তুলে দেন।

(আরকে/এসপি/অক্টোবর ৩০, ২০১৮)