নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে মহান বিজয় দিবস উপলক্ষে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা উপলব্ধি এবং সংগ্রামী ইতিহাস জানাতে বিজয় ফুল তৈরি, গল্প ও কবিতা রচনা, কবিতা আবৃত্তি, চিত্রাংকন, একক অভিনয় এবং দলগত দেশাত্ববোধক ও জাতীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৩১ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন ইউএনও আসমা শাহিন।

এ সময় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মনিরুজ্জামান মিঞা, উপজেলা শিক্ষা কর্মকর্তা সেলিমা আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম, কৃষিবিদ ইমরান হোসেন শাকিল সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের তিনটি বিভাগে ভাগ করা হয়। প্রথম থেকে পঞ্চম শ্রেণি ‘ক’ গ্রুপ, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি ‘খ’ গ্রুপ এবং নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ‘গ’ গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহন করে। পরে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা শাহীন।

(আরএসআর/এসপি/অক্টোবর ৩১, ২০১৮)