চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে ফেসবুকে ভুয়া আইডি খুলে জেএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ানোর অভিযোগে দুই কলেজ ছাত্রকে আটক করেছে পুলিশ। সোমবার গভীর রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত মোবাইল ও ল্যাপটপ জব্দ করে পুলিশ। 

আটকরা হল- চাটমোহর পৌর শহরের আফ্রাতপাড়া মহল্লার রবিউল ইসলামের ছেলে তামিম হোসেন (১৮) ও উপজেলার গুনাইগাছা ইউনিয়নের হিয়ালদহ গ্রামের হামিদুর রহমানের ছেলে সবুজ হোসেন (১৮)। তারা দু’জনেই চাটমোহর সরকারি ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র। এ ঘটনায় মঙ্গলবার পুলিশ বাদি হয়ে অভিযুক্ত দু’জনের বিরুদ্ধে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) তাপস কুমার পাল জানান, সম্প্রতি তামিম ও সবুজ নামের ওই দুই জন প্রতারণার উদ্দেশ্যে ফেসবুকে ভুয়া আইডি খুলে তাদের কাছে জেএসসি পরীক্ষার প্রশ্নপত্র রয়েছে বলে একটি পোস্ট দেয়। পরে তারা ফেসবুকে গ্রুপ খুলে বেশকিছু জেএসসি পরীক্ষার্থীকে ওই গ্রুপে অ্যাড করে। এরপর প্রতিটি পোস্টের জন্য তারা তিনশ’ টাকা করে দাবি করে। বিষয়টি থানা পুলিশের নজরে এলে তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে সোমবার রাতে তাদের আটক করা হয়।

তিনি আরও জানান, তামিম ও সবুজ জিজ্ঞাসাবাদে ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার বিষয়টি স্বীকার করলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৩ ধারায় চাটমোহর থানায় নিয়মিত মামলা দায়েরের পর মঙ্গলবার তাদের দু’জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

(এসআইএম/এসপি/অক্টোবর ৩১, ২০১৮)