চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অস্ত্র মামলায় সন্ত্রাসী আব্দুস সাত্তারকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার বিকালে চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রবিউল ইসলাম এ রায় ঘোষণা করেন আসামি উপস্থিতিতে।

তাকে সন্ধায় পুলিশ প্রহরায় চুয়াডাঙ্গা জেলা কারাগারে নেওয়া হয়।

দন্ডিত আব্দুস সাত্তার চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কায়েতপাড়ার নিজাম উদ্দিনের ছেলে।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২ মে রাতে অস্ত্র ও গুলি নিয়ে সন্ত্রাসী সাত্তার অপরাধ মূলক কর্মকান্ডের জন্য আলমডাঙ্গা রেলবাজারে অবস্থান করছিল। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে অস্ত্রসহ গ্রেফতার করে।

আলমডাঙ্গা থানার এসআই সুফল কুমার বিশ্বাস বাদী হয়ে পরের দিন সাত্তারের নামে অস্ত্র আইনে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করে। ২০১৮ সালের ৬ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা সাইফুল ইসলাম একজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

৯ জন স্বাক্ষীল স্বাক্ষ্য গ্রহণ শেষে বুধবার বিকালে চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রবিউল ইসলাম আসামির উপস্থিতিতে জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। অস্ত্র ও গুলি রাখার দায়ে সাত্তারকে ১৭ বছর কারাদন্ড প্রদান করেন আদালত।

তৌহিদ তুহিন
চুয়াডাঙ্গা
ছবি আছে
০১৯১১ ২৪২৭১৭