কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে জাসদের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলেক্ষ্য বুধবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলার ঈগল চত্ত্বরে উপজেলা জাসদের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে মিরপুর উপজেলা জাসদের সভাপতি মহাম্মদ শরীফের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় নেতা মহাম্মদ আব্দুল্লাহ।

এসময় তিনি প্রধান অতিথির বক্তব্য বলেন, “মিরপুর-ভেড়ামারায় জাসদের এমপি রয়েছে তাই শুধু মিরপুর ভেড়ামারায় জাসদ রয়েছে এ কথা ঠিক নয়। রংপুর, বগুড়া, গাইবান্ধা, সিরাজগঞ্জসহ সারা দেশে জাসদ রয়েছে। জাসদ সাধারন মানুষের দল, শ্রমিকের দল এ জাসদকে হারানোর ক্ষমতা কোন জোয়ার্দ্দারের নেই, কোন মেয়রের নেই, কোন চাঁদাবাজের নেই।”

তিনি স্থানীয় আওয়ামীলীগকে উদ্দ্যোশ্য করে বলেন, “আপনি এক জাইগায় আমাদের হারাবেন? এক আসনে হারালে আমরা আপনাদের ৪০ জাইগায় হারিয়ে দেবো। আপনি আজ উপজেলা চেয়ারম্যান আছেন আপনার গাড়ী আছে, ইউএনও আছে, ওসি আছে, মেয়র আছে। সর্তক করে দিলাম সতর্ক হয়ে যান। আপনার ক্ষমতা কিসের যার কারনে জাসদ নেতা কর্মীদের দেখতে পারেননা। আগামী নির্বাচনে ষড়যন্ত্র হবে।”

উপজেলা জাসদের সাংগাঠনিক সম্পাদক আফতাব উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা জাসদের সাধারন সম্পাদক আহাম্মদ আলী, যুগ্ম-সম্পাদক কারশেদ আলম, কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর আলী প্রমুখ।
উপজেলা জাসদের সাধারন সম্পাদক আহাম্মদ আলী তার বক্তব্যে বলেন “আওয়ামীলীগের বন্ধুরা হাসানুল হক ইনুর বিরুদ্ধে মিটিং মিছিল করেন। কিন্তু বিএনপি নেতা শহিদুল ইসলাম ও বিএনপির অত্যাচারের বিরুদ্ধে তারা কিছু করেন না।”

তিনি উপজেলা আওয়ামীলীগকে উদ্যোশ্যে করে বলেন, “আমাদের মিরপুরে কিছু লোক আছে যারা বিএনপি শহিদুল ইসলামের পিয়ারের লোক।”

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর মিরপুর-ভেড়ামারা উপজেলা আওয়ামলীগের যৌথ উদ্যোগে নেতৃবৃন্দরা কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে ইনুকে বর্জনের বক্তব্য রাখেন।

(কেকে/এসপি/অক্টোবর ৩১, ২০১৮)