কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়াবাসীর দীর্ঘদিনের কাংখিত শহর বাইপাস সড়ক চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে।
আজ বৃহষ্পতিবার (০১ নভেম্বর) সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুষ্টিয়া জেলা প্রশাসন সভাকক্ষে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

নির্মাণ শেষে বাইপাস সড়কটি চালু হওয়ায় জেলাবাসীর সড়ক উন্নয়নে আরেক ধাপ এগিয়ে গেলো। এর ফলে প্রতিদিন দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০জেলার সাথে উত্তরবঙ্গে যাতায়াতে সহস্রাধিক যানবাহন নির্বিঘ্নে চলাচল, সড়ক দুর্ঘটনা হ্রাস, নিত্যসঙ্গী যানজট নিরসনসহ যোগাযোগ ব্যবস্থায় নতুন দ্বার উন্মোচিত হলো।
২০১৬ সালে কাজ শুরু হয় শহর বাইপাস সড়কের। নির্মাণ শেষে ৭কি:মি দৈর্ঘের এই সড়কটি কুষ্টিয়া- ঝিনাইদহ মহাসড়কের বটতৈল থেকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ত্রিমোহনীতে মিশেছে। প্রায় দেড়’শ কোটি টাকা প্রকল্প ব্যয়ে সড়কটির নির্মাণ করা হয়েছে।

(কেকে/এসপি/নভেম্বর ০১, ২০১৮)