আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় ৫০শয্যার উপজেলা হাসপাতালের চিকিৎসকদের পরিত্যাক্ত আবাসিক ভবন এখন মাদক সেবীদের আঁখড়ায় পরিণত হয়েছে। সেখানে প্রকাশ্যে দিন দুপুরে চলে মাদক সেবর ও বিভিন্ন অসামাজিক কাজ।

ভ্রাম্যমান আদালতের আকস্মিক অভিযানে মাদকের ওই আঁখড়া থেকে বৃহস্পতিবার দুপুরে দুই মাদকসেবীবে গ্রেফতার করা হয়েছে। দুই মাদকসেবীর দুই বছরের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

আদালত সূত্রে জানা গেছে, ৫০শয্যার উপজেলা হাসপাতালের চিকিৎসকদের পরিত্যাক্ত আবাসিক ভবনের কক্ষগুলো মাদকের নিরাপদ আঁখড়ায় পরিণত হবার খবরে এসআই মনিরুল ইসলামকে নিয়ে আকস্মিক অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস।

অভিযানে মাদক সেবনরত অবস্থায় ওই আঁখড়ার তিন তলার একটি কক্ষ থেকে গৈলা ইউনিয়নের শিহিপাশা গ্রামের সৈয়দ জাহাঙ্গীর হোসেনের ছেলে জহিরুল ইসলাম (২৫) ও একই গ্রামের মোকসেদ বেপারীর ছেলে বাবুল বেপারী (২৬)কে আটক করা হয়। এসময় হাসপাতালের পরিত্যাক্ত ভবনের বিভিন্ন কক্ষে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম দেখতে পান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিপুল চন্দ্র দাস।

পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাসের আদালত আটককৃতদের ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০ ধারায় প্রত্যেককে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ডর রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্তদের বৃহস্পতিবারই বরিশাল কেন্দ্রিয় কারাগারে প্রেরণ করেছে পুলিশ।

(টিবি/এসপি/নভেম্বর ০১, ২০১৮)