নওগাঁ প্রতিনিধি : বৃহস্পতিবার জাতীয় যুবদিবস উপলক্ষে নওগাঁয় এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে এদিন দুপুরে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল মালেক এমপি। 

অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত আলোচনাসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মুহাম্মদ রাশিদুল হক ও সদর উপজেলা চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক নান্নু ।

দিবসটি উপলক্ষে নওগাঁ জেলার ৯টি উপজেলায় বিভিন্ন ট্রেডে প্রশিক্ষিত ৯১ জন যুবক ও যুব মহিলাদের মধ্যে মোট ৫০ লাখ ৬৮ হাজার টাকা ঋন বিতরন করা হয়। মৎস্য চাষ, হাঁস মুরগী পালন, গবাদি পশু পালন, পোষাক তৈরী, কম্পিউটার এবং বৈদ্যুতিক ট্রেডে এসব ঋন বিতরন করা হয়েছে।

যুব উন্নয়ন অধিদপ্তর নওগাঁর উপ-পরিচালক মোঃ আব্দুল মান্নান বলেন, উপজেলা ভিত্তিক ঋনের চেক বিতরনের পরিমান হচ্ছে সদর উপজেলায় ১৭ জনের মধ্যে ১০ লাখ টাকা, রানীনগর উপজেলায় ১০ জনের মধ্যে ৭ লাখ ২৮ হাজার টাকা, পোরশা উপজেলায় ৬ জনের মধ্যে ৩ লাখ ৯০ হাজার টাকা, পত্নীতলা উপজেলায় ৬ জনের মধ্যে ৪ লাখ ২০ হাজার টাকা, মহাদেবপুর উপজেলায় ১৮ জনের মধ্যে ১২ লাখ ১৫ হাজার টাকা, বদলগাছি উপজেলায় ৯ জনের মধ্যে ৫ লাখ ৭০ হাজার টাকা, ধামইরহাট উপজেলায় ২ জনের মধ্যে ১ লাখ ২০ হাজার টাকা, সাপাহার উপজেলায় ১৫ জনের মধ্যে ১০ লাখ ৪০ হাজার টাকা এবং নিয়ামতপুর উপজেলায় ৮ জনের মধ্যে ৪ লাখ ৮০ হাজার টাকা।

(বিএম/এসপি/নভেম্বর ০১, ২০১৮)